শনিবার

২৭ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

কোনো দলের পক্ষে-বিপক্ষে থাকতে চাই না: নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:০১

শেয়ার

কোনো দলের পক্ষে-বিপক্ষে থাকতে চাই না: নাসির উদ্দিন
ছবি: সংগৃহীত

অতীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন না করতে পারার জন্য নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর প্রভাবকে দায়ী করেছেন প্রধান নির্বাচন কমিশনার, সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না।’

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ‘সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, আরএফইডি এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

নাসির উদ্দিন বলেন, ‘আমরা কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন।’

তিনি বলেন, ‘আমরা নিরপেক্ষ থাকতে চাই। ইলেকশন কমিশনের এত বদনাম- এত গালি দেয়- এটা কেন হলো? ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো পলিটিকাল কন্ট্রোল অফ দ্যা ইলেকশন কমিশন।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “এটি আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ।’



banner close
banner close