মাঘ মাসের শেষ দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় ভুগছে সিলেটের শ্রীমঙ্গল। তবে দুই জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কমতে পারে।
সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার।
২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের টেকনাফে এবং সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে।
আরও পড়ুন:








