শনিবার

২৭ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৫৮

শেয়ার

ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা ডিবি হেফাজতে
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপারকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন ডিআইজি মোল্লা নজরুল ইসলাম এবং পুলিশ সুপার আব্দুল মান্নান, আবুল হাসনাত ও আসাদুজ্জামান। দেশের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে ডিবি হেফাজতে নেয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে আসে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। একই দিনে রাজশাহী জেলা পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে হেফাজতে নেয়া হয়। রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ ছাড়া রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও হেফাজতে নিয়েছে ডিবি।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর এসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এরপর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়েছিল।



banner close
banner close