শনিবার

২৭ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ২০:২০

শেয়ার

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি 
ছবি: সংগৃহীত

গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মোবাশ্বের হোসেন নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিতে আহত মোবাশ্বের হোসেন গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নয়ন দেওয়ান জানান, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মনজুর মোর্শেদ বলেন, ‘রোগীর ডান বাহুতে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘একজন ছাত্রের হাতে গুলি লেগেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান সিদ্দিকুর রহমান।



banner close
banner close