শনিবার

২৭ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

পুলিশের ভাতাসহ নির্দিষ্ট মেয়াদের ছুটিভোগ বাধ্যতামূলক করার পরামর্শ সংস্কার কমিশনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ২০:০৭

শেয়ার

পুলিশের ভাতাসহ নির্দিষ্ট মেয়াদের ছুটিভোগ বাধ্যতামূলক করার পরামর্শ সংস্কার কমিশনের
ছবি: সংগৃহীত

পুলিশ ব্যারাকে অতিরিক্ত কাজের চাপে থাকা পুলিশ সদস্যদের মানসিক চাপ হ্রাসে বছরে অন্তত একবার ভাতাসহ নির্দিষ্ট মেয়াদের ছুটিভোগ বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছে পুলিশ সংস্কার কমিশন।

পাশাপাশি পুলিশের কনস্টেবল এবং সমমানের পুলিশ সদস্যদের কাজের ব্যাপকতা, পরিধি ও সময়কাল বিবেচনায় তাদের জন্য একটি পৃথক ছুটি গ্রহণ ও ভোগের নীতিমালা তৈরির জন্য সরকারের বিবেচনায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়া চূড়ান্ত প্রতিবেদনে এ সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।

কমিশনের প্রতিবেদনে পুলিশ সদস্যদের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য, ছুটি, পেনশন সরলীকরণ, ঝুঁকি ভাতা ও আর্থিক প্রণোদনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এসব নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তাতে বলা হয়েছে, পুলিশ সদস্যরা সমাজের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জিং এবং প্রতি পদে পদে আছে ঝুঁকি। তাদের এ গুরুত্বপূর্ণ ভূমিকা সঠিকভাবে পালনের জন্য শারীরিক এবং মানসিক স্বাস্থ্য, আবাসন, পর্যাপ্ত ছুটি, পেনশন সহজিকরণ এবং আর্থিক প্রণোদনা নিশ্চিত করা অপরিহার্য।

পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রতিদিন বিভিন্ন সংকটময় পরিস্থিতির মুখোমুখি হন। তাদের স্বাস্থ্যহীনতা তাদের কর্মক্ষমতা এবং জনগণের সুরক্ষায় বাধা সৃষ্টি করতে পারে।



banner close
banner close