শনিবার

২৭ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫৭

আপডেট: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:২৪

শেয়ার

জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ
ছবি: সংগৃহীত

৮ আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়।

বুধবার জনপ্রশাসন, বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।

আর সবচেয়ে আলোচিত দুটি সংস্কার কমিশনের প্রতিবেদনে কি থাকছে, সে নিয়ে সবার মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন সংস্কার নিয়ে শতাধিক সুপারিশ থাকছে বলে জানিয়েছেন কমিশনপ্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। একইসঙ্গে বিচারবিভাগ নিয়ে থাকছে এক গুচ্ছ প্রতিবেদন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ দুপুর ১২টার দিকে দুই কমিশনের প্রধানরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদনগুলো জমা দেবেন।



banner close
banner close