বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বুধবার শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। বিশ্বের ১২৩টি শহরের মধ্যে প্রথমে থাকা ঢাকার বায়ু আজ দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। ঢাকার স্কোর ৩৩০।
সকাল সোয়া ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স, আইকিউএয়ার-এর সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২৫৭ অর্থাৎ এই শহরের বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। ১৯২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, অর্থাৎ শহরটির বায়ু আজ অস্বাস্থ্যকর।
এদিকে চতুর্থ নম্বরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, স্কোর ১৮৯। অর্থাৎ এখানকার বাতাস আজ অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫০ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে খুব অস্বাস্থ্যকর বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আরও পড়ুন:








