শনিবার

২৭ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

বিয়ে করলেন সারজিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৫ ১৯:২৪

শেয়ার

বিয়ে করলেন সারজিস
বিয়ের পোশাকে সারজিস আলম, তার পাশে হাসনাত আব্দুল্লাহ ও উপদেষ্টা মাহফুজ-নাহিদ-আসিফ। ছবি: ফেসবুক

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এক ফেসবুক পোস্ট থেকে সারজিসের বিয়ের বিষয়টি জানা যায়।

পোস্টে সারজিস আলমকে শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।

সেই পোস্টের সাথে একটি ছবিও পোস্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। যাতে সারজিসকে বরের সাজে দেখা যাচ্ছে। ছবিতে তার পাশে রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

একই মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে সারজিসকে অভিনন্দন জানান হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি সারজিসের দাম্পত্য জীবনে মঙ্গল কামনা করেছেন।

সারজিস আলম কোথায় এবং কাকে বিয়ে করেছেন, এ ব্যাপারে কিছু উল্লেখ করেননি কেউই।

banner close
banner close