শনিবার

২৭ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৫ ১০:০৭

শেয়ার

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী
ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে ঢাকাতে শীতের অনুভূতি প্রায় নিস্তেজ হয়ে পড়েছিল। শীত যেনো তার চিরচেনা চরিত্র হারিয়েছে। রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনে তাপমাত্রার প্রভাব ছিল অনেক বেশি।

এ অবস্থায় শুক্রবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা। আর তাতেই অনুভূত হচ্ছে হালকা শীত।

আবহাওয়া অধিদফতর জানায়, কুমিল্লা ও কিশোরগঞ্জ অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

banner close
banner close