শনিবার

২৭ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

মধ্যরাতে রাজধানীর কাজীপাড়ায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫ ০৯:৪০

শেয়ার

মধ্যরাতে রাজধানীর কাজীপাড়ায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

মধ্যরাতে রাজধানীর কাজীপাড়ায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর কাজীপাড়ায় বুধবার মধ্যরাতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, কাজীপাড়া সোনালী ব্যাংক ভবনের তিন তলায় আগুনের সূত্রপাত হয়। পরে চার তলায়ও আগুন ছড়িয়ে যায়। দুটি তলায় অনলাইন খাবার সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের সংরক্ষণাগার ছিল।

আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নির্বাপনের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটিতে আগুন নির্বাপনের সব ব্যবস্থা থাকলেও কোনটিই কার্যকর ছিল না। বিষয়টি নিয়ে এর আগেও ভবন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।’

এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



banner close
banner close