শনিবার

২৭ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

আগামী নির্বাচন হবে আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৫ ০৮:৩৬

শেয়ার

আগামী নির্বাচন হবে আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন: ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আমরা নিজেরাই আমাদের প্রশ্ন করলে জবাব পেয়ে যাবো, আমাদের ভাবমূর্তি অক্ষুণ্ন রয়েছে, নাকি ভূলুণ্ঠিত হয়েছে। যদি ভূলুণ্ঠিত হয়ে থাকে, তাহলে আগামী নির্বাচন হবে আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন।’

সোমবার পঞ্চগড়ে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন একটি রংহীন, চেহারাহীন নির্বাচন কমিশন। আমাদের কোনো ফেভারিট নেই, আমাদের কোনো পক্ষ নেই। আমরা একটাই পক্ষ, ন্যায়ের পক্ষ। মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেয়ার পক্ষ।’

তিনি বলেন, ‘ভোট ব্যবস্থার ওপর মানুষের আস্থা হারিয়ে ফেলেছিল। মানুষের আগ্রহ ছিল না যে ভোটার হতে হবে। আমাদের সচেতনতা সৃষ্টির মাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে হবে।’

তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করা। এর জন্য একটি স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করা হবে।’

মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার এনামুল হকসহ প্রশাসনের কর্মকর্তা, ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীবৃন্দ।



banner close
banner close