শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

দেশে চুরি-ছিনতাই বেড়েছে, অপরাধী ধরাও পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৫ ১৩:৪২

শেয়ার

দেশে চুরি-ছিনতাই বেড়েছে, অপরাধী ধরাও পড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম

দেশে চুরি-ছিনতাই বেড়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌‘অপরাধীদের ধরাও হচ্ছে।’ আজ রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর যেসব আসামি পালিয়ে গিয়েছিল জেল থেকে, তাদের অধিকাংশকে ফিরিয়ে আনা হয়েছে। এখনো ৭০০ জন পলাতক আছে।

যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বাইরে আছে তাদের আবারও ধরা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন থেকে '09612021690' নাম্বারে কল করে বন্দিদের স্বজনরা তাদের প্রয়োজনীয় তথ্য পাবেন। সাক্ষাতের সিডিউল পাবেন। জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদেরকে এই জরুরি সেবাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।



banner close
banner close