শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৫ ০৯:২১

শেয়ার

তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
ছবি: সংগৃহীত

তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ

তিনি বলেন, ‘আজকের তরুণ প্রজন্ম ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়েই ক্ষুধা-দারিদ্রমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে পারবে, পুরো পৃথিবীকে পাল্টে দিতে পারবে।’

শনিবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, ‘তরুণদের একটি সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট। এ প্রজেক্টের উপদেষ্টা দেশের স্বনামধন্য সামাজিক আন্দোলনের প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিত্ব ড. বদিউল আলম মজুমদার একজন সাহসী মানুষ।’

তার চিন্তা-ভাবনার সাথে, চলার পথে আমার অনেক মিল খুঁজে পাই বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা।

তরুণদের উদ্দেশ্য করে উপদেষ্টা আরও বলেন, ‘দারিদ্রকে আমাদের ভাবনা থেকে দূরে রাখতে হবে। ভালোবেসে মেধা ও গুণ দিয়ে তোমরাই পারবে দেশটাকে আমূল পরিবর্তন করে দিতে।’



banner close
banner close