শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫ ১৬:১৯

আপডেট: ২৫ জানুয়ারি, ২০২৫ ১৬:১৯

শেয়ার

চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট
প্রতীকী ছবি

বাংলাদেশের পৌরসভা, সিটি করপোরেশন, ইউনিয়ন, উপজেলা এবং জেলা পরিষদের চেয়ারম্যান-মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রার্থীদের জন্য স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা হচ্ছে। তাছাড়া, এসব পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে না। প্রার্থী নির্বাচিত হওয়ার জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নয়, স্থানীয় নির্বাচনী ব্যবস্থাতেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে।

এ সংস্কার প্রস্তাবটি তৈরি করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন, যা আগামী ফেব্রুয়ারির শেষের দিকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কমিশনের প্রধান ড. তোফায়েল আহমদ গণমাধ্যমে জানিয়েছেন, সাধারণ জনগণের অভিযোগ ছিল যে, রাজনৈতিক দলের প্রভাব এবং টাকার দাপটে অনেক সময় যোগ্য, শিক্ষিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারেন না। সেই কারণে, এই সংস্কারের মাধ্যমে শিক্ষিত এবং যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হচ্ছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হবেন ইউপি সদস্যদের ভোটের মাধ্যমে, তবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া, ইউপি সদস্যদের মধ্যে একজন সভাধ্যক্ষ নির্বাচিত হবে, যাকেও স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভাগুলিতেও একই ধরনের নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন করা হবে।

এই প্রস্তাবে চেয়ারম্যান এবং মেয়রদের জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করার প্রস্তাব রাখা হয়েছে। তাদের বেতন কাঠামোতেও কিছু পরিবর্তন আনার কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তার সমান হবে, আর পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে।

নতুন নির্বাচনী পদ্ধতি এবং এসব সংস্কার বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও নেওয়া হয়েছে। এটি দেশের নির্বাচনী ব্যবস্থাকে আরও উন্নত ও যোগ্য প্রার্থীদের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



banner close
banner close