শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

এপিবিএনের হোয়াটসঅ্যাপে আবারো হুমকির বার্তা, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৫ ০৮:৪০

শেয়ার

এপিবিএনের হোয়াটসঅ্যাপে আবারো হুমকির বার্তা, বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

আবারো এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকির বার্তা হয়েছে। বার্তার আদৌ কোনো সত্যতা আছে কিনা তা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

বুধবার রাত ১১টায় এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নম্বরে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে হুমকির বার্তা পাঠানো হয়। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ‘একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আমরা আবারো আরেকটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছি। বার্তা পেয়েই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে।’

আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেও জানিয়েছেন কামরুল ইসলাম।



banner close
banner close