শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ১৩:২৭

শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা সংলগ্ন গণিত ভবনের বিপরীত পাশে অজ্ঞাত এক ব্যক্তির ঝুঁলন্ত মরদেহ পাওয়া গেছে।

বুধবার সকালে পথচারীরা ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। পরে প্রক্টর ও পুলিশকে অবগত করে।

প্রত্যক্ষদর্শী এক রিকশাচালক জানান, ‘সকালে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই একটি মরদেহ গাছের ডালে ঝুলে আছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘খবর পাওয়ার পর আমাদের টিম সেখানে যায়। এখন মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। তবে ওনার পরিচয় এখনো জানা হয়নি। পোস্টমর্টেমের পরে আমরা মৃত্যুর কারণ জানাতে পারবো।’

শাহবাগ থানার ওসি জানান, ‘ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা মরদেহটি নামিয়ে এনে ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালে মর্গে পাঠাই। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাটেই। মানসিক সমস্যাও ছিল তার।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন।



banner close
banner close