শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

মানবতা লঙ্ঘনকারীরা যেনো নির্বাচন করতে না পারে: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৫ ১৪:১৩

শেয়ার

মানবতা লঙ্ঘনকারীরা যেনো নির্বাচন করতে না পারে: বদিউল আলম
ছবি: সংগৃহীত

যারা হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘গুরুতর মানবতাবিরোধী অপরাধ যারা করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যারা করেছে, তারা যেনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে।’

কাউকে নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্য নয়, যে অন্যায় করেছে তারা যেনো বিচারের আওতায় আসে বলেও উল্লেখ করেন বদিউল আলম মজুমদার।



banner close
banner close