সম্মিলিতভাবে ১৮ কোটি মানুষের বঞ্চনা ঘোচাতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সোমবার সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সিইসি) বলেন, ‘আমাদের সিভিল সার্ভিসের লোকজন আন্দোলন করছে জনপ্রশাসন দফতরে, তাদের দাবি নিয়ে। তারা বঞ্চিত, তারা বঞ্চনার শিকার। এই ১৮ কোটি মানুষ যে বঞ্চিত হলো, তারা কোথায় যাবে? তাদের বঞ্চনার কথা কার কাছে বলবে? তাদের বঞ্চনার কথা কে দেখবে? ইলেকশন কমিশন! আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চনাটা ঘোচাতে চাই। তারা যে এতদিন বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে, এতদিনে সুযোগ এসেছে আমাদের, ইনশাআল্লাহ আমরা এ সুযোগটা নেবো।’
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সিইসি আরও বলেন, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমারা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। জাতির কাছে যে ওয়াদা আমরা করেছি, সেই ওয়াদা পালনে আপনাদের সহযোগিতা ছাড়া লড়াই করা কঠিন হবে।’
এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারগন হালনাগাদ কার্যক্রম নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং সুষ্ঠ ও নির্ভুল তথ্য নিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে বেলা ১২টায় সাভার উপজেলা পরিষদে বেলুন ও কবুতর উড়িয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
আরও পড়ুন:








