শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

পাল্টে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৫ ১৪:৩৯

শেয়ার

পাল্টে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক
ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনের পর থেকেই পুলিশের কার্যক্রম নিয়ে বিতর্ক ছিলো তুঙ্গে।

এতোটাই বিতর্ক ছিলো, এক মাসের বেশি সময় ধরে থানা-পুলিশের কার্যক্রম প্রায় বন্ধ ছিলো। এক প্রকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাহিনীটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠে। শেষ পর্যন্ত র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে।

সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রংয়ের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক চূড়ান্ত করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে ‘আয়রন’। র‌্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’।



banner close
banner close