শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

২০ বছরের অধিক সাজা ভোগ করা কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫ ১৬:০২

শেয়ার

২০ বছরের অধিক সাজা ভোগ করা কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বন্দী হওয়া নিরপরাধ ব্যক্তি এবং কারাবিধির ৫৯৬ নাম্বার ধারা অনুযায়ী যারা ইতোমধ্যে ২০ বছর বা তার চেয়ে বেশি সাজা ভোগ করেছেন তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন।

রাজধানীতে শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী বন্দীদের পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাওলানা মীর ইদরীস (হাফিঃ) বলেন, বিগত আওয়ামী সরকার তার স্বৈরাচার টিকিয়ে রাখতে নানা সময়ে নিরপরাধ বহু মানুষকে জঙ্গী নাটক সাজিয়ে গ্রেফতার করে এবং মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে। আবার এদের মধ্যে অনেক মানুষকে নানা মেয়াদে সাজা দিয়ে কারাবাস করতে বাধ্য করে।’

তিনি বলেন, ‘জঙ্গী নাটক সাজিয়ে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশই সাধারণ নিরাপরাধ মানুষ অথবা রাজনৈতিকভাবে আওয়ামী বিরোধী। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলেও সেসব মানুষ এখনো জেল থেকে মুক্তি পায়নি। বরং তারা এখনও নানা হয়রানির শিকার হচ্ছেন।’

মাওলানা মীর ইদরীস বলেন, যাদের মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে তারা অনেকেই চাকরি হারিয়েছেন, অনেকের শিক্ষাজীবন শেষ হয়ে গেছে, অনেক বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে কারাভোগ করছেন।’

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী জঙ্গী নাটকের শিকার হয়ে জেলে থাকা কারাবন্দীদের বিষয়ে দ্রত কমিশন গঠন করে মুক্তি দেয়ার আহ্বান জানান।

উক্ত মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মীর ইদরীসের (হাফিঃ) সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মুহাম্মদ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় সংগঠনটির সকল স্তরের বহু সমর্থক অংশ নেন।



banner close
banner close