শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৫ ১১:৪৩

শেয়ার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনের নামে মামলা হয়েছে।

মঙ্গলবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর লতিবাবাদ গ্রামের আবু তাহের ভূইয়ার ছেলে তহমুল ইসলাম মাজহারুল।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও আসামি করা হয়েছে শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান সিদ্দিক ববি, তারিক আহমেদ সিদ্দিক, শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবীর নানক, হাসান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, মুরাদ হাসান, আব্দুল কাহার আকন্দ, কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-১ আসনের সাবেক এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ মোট ১২৪ জনকে।

এজাহারে মামলায় বাদী অভিযোগ করেন, ‘স্বৈরশাসক শেখ হাসিনার পতনে ছাত্র জনতার গড়ে উঠা আন্দোলনকে দমন করতে দেশ বিদেশে অবস্থানরত আসামিরা সারাদেশে গণহত্যার পরিকল্পনা করে। কিশোরগঞ্জে অবস্থানরত আসামিরা আন্দোলন দমাতে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও অর্থ সরবরাহ করে এবং গণহত্যার নির্দেশ প্রদান করে।’



banner close
banner close