শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

বায়ু দূষণের তালিকায় শীর্ষে আজ ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ১০:২৯

শেয়ার

বায়ু দূষণের তালিকায় শীর্ষে আজ ঢাকা
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। মঙ্গলবার বায়ু দূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে। সকাল ৯টায় ঢাকার বায়ুমান দেখা যায় ২৩৯। সূচকে ২০১ থেকে ৩০০ বায়ুর মান হলে বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

দূষণের তালিকায় ঢাকার পরে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি। শহরটির বায়ুমান ২১৪। এই তালিকায় শীর্ষ পাঁচে আরও রয়েছে ভারতের দিল্লি, ভিয়েতনামের হ্যানয় ও পাকিস্তানের করাচি।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ু দূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ু দূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ু দূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।



banner close
banner close