শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১১ পৌষ, ১৪৩২

সারদায় কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৫ ১২:১৮

শেয়ার

সারদায় কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ১৬৭তম ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের ৩৩৪ জনকে পাসিং আউট দেয়া হয়।

১৯ ডিসেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তাদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল।

সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা। এ ছাড়া কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করেন তিনি।

নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভূঞা বলেন, ‘একটি স্বনির্ভর রাষ্ট্রের মূল ভিত্তি হলো দেশের স্থিতিশীলতা। বাংলাদেশ পুলিশের নির্ভীক সদস্যরা দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাউন্ড দ্যা ক্লক কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। বহির্বিশ্বেও শান্তি রক্ষা মিশনে ভূমিকা রেখে চলেছে।’

প্রশিক্ষণে ৩৩৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মো. সাজ্জাদুল ইসলাম বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে মো. সুমন আলী বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ এবং পৌরব চন্দ্র রায় বেস্ট শ্যুটার নির্বাচিত হন।



banner close
banner close