ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সকালের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছায় তিনটি ইউনিট।
সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন:








