শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

৩৩তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৫ ১৩:৩৫

শেয়ার

৩৩তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল প্রশাসন ৩৩তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোটের মাধ্যমে ৩০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সভাপতি পদে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হুসাইন এবং সাধারণ সম্পাদক পদে কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নুসরাত আজমেরী হক, সৈয়দ মাহবুবুল হক বাহলুল ও ফাহমি মো. সায়েফ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ও রফিকুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক পদে নূরুল হাই মোহাম্মদ আনাছ, মো. আশিকুর রহমান চৌধুরী ও মো. সোহেল রানা; কোষাধ্যক্ষ পদে মো. মুসফিকুল আলম হালিম; উন্নয়ন ও গবেষণা সম্পাদক পদে মুনতাসির হাসান। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বুলবুল আহমেদ; আইসিটি সম্পাদক পদে শামীম ভূঁইয়া; দপফতর সম্পাদক পদে মো. শাহিদুল আলম; আইন সম্পাদক পদে মো. আবদুল্লাহ আল মামুন; সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শীতেষ চন্দ্র সরকার ও উপ-কোষাধ্যক্ষ পদে মো. বরমান হোসেন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. নুরের জামান চৌধুরী, হাসান মারুফ, সাদিয়া আফরিন, মো. রওশন আলী, মেজবাহ উদ্দীন, মো. আক্তারুজ্জামান, রামানন্দ পাল, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, বকুল চন্দ্র কবিরাজ, মো. রনি আলম নুর, মো. আক্তার হোসেন শাহিন ও মো. আবুল হাসেম।

এই নতুন কমিটি ৩৩তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।



banner close
banner close