শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, স্বচ্ছ থাকবে আকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৫ ০৯:১৮

শেয়ার

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, স্বচ্ছ থাকবে আকাশ
ছবি: সংগৃহীত

হালকা থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহে দেশের উত্তরের জনপদসহ মোট ১০টি জেলায় বেড়েছে শীতের প্রকোপ। তবে ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই তাপমাত্রা রাতের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে কুয়াশাচ্ছন্ন অবস্থা না থাকায় আকাশ স্বচ্ছ থাকবে। ফলে সকাল বেলাতেই দেখা মিলবে সূর্যের।

শনিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় এখন স্বাভাবিকভাবেই রাতের তাপমাত্রা কিছুটা কম থাকায় শীত অনুভূত হবে এবং দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। খুব শিগগিরই ঘন কুয়াশার সম্ভাবনাও নেই। তাই দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। এটি ঢাকা এবং আশপাশের বিভিন্ন এলাকার জন্য প্রযোজ্য।তবে দেশের উত্তরের জনপদসহ, ময়মনসিংহ ও সিলেটের কিছু অংশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ অব্যাহত রয়েছে।

এ ছাড়া এই অবস্থা শেষে সামান্য বিরতি দিয়ে পরবর্তী সময়ে আরও একটি শৈতপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

অপরদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে যে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে আকাশ পরিষ্কার থাকবে। আর দিনের তাপমাত্রাও হালকা বাড়তে পারে। আর এ সময়ের মধ্যে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ ছাড়া সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত হয়নি বলেও জানানো হয়েছে।



banner close
banner close