শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৫ ০৯:৫৮

শেয়ার

আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর
ছবি: সংগৃহীত

বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২১৯ স্কোর নিয়ে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারে সূচকে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে প্রায় সাড়ে ২৮ দশমিক ৭ গুণ বেশি রয়েছে।

শুক্রবার বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে মিসরের কায়রো। ৩৫২ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে।

২৪৪ একিউআই স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও ২৩১ একিউআই স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি ও উগান্ডার কামপালা। শহরদুটিতে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।



banner close
banner close