শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

বিকালে লন্ডনে পৌছাবে খালেদা জিয়ার বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স; হিথরো বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৫ ১১:৩২

শেয়ার

বিকালে লন্ডনে পৌছাবে খালেদা জিয়ার বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স; হিথরো বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল
ছবি:সংগৃহীত

বাংলাদেশ সময় আজ বিকাল ৪টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে মঙ্গলবার, রাতে উন্নত চিকিৎসার জন্য, কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে ঢাকা ছাড়েন বেগম জিয়া।

সরকারি কোনো পদে না থাকলেও খালেদা জিয়াকে হিথরো বিমানবন্দরে ভিআইপি প্রটোকল দেওয়া হবে। বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ হাজারো নেতাকর্মী। সাড়ে সাত বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, উন্নত চিকিৎসায় খালেদা জিয়া কত দিন বিদেশে থাকবেন, তা দেশি-বিদেশি চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বলতে পারবে। বোর্ড যেভাবে পরামর্শ দেবে, সেভাবে চিকিৎসা কার্যক্রম চলবে। তিনি লিভারসহ নানা জটিলতায় আক্রান্ত।

লম্বা চিকিৎসা নিতে দেড়-দুই মাস লাগতে পারে। তবে এর আগে সুস্থ হয়ে গেলে দেশে চলে আসবেন। বিদেশে চিকিৎসার বিষয়টি তত্ত্বাবধান করছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।



banner close
banner close