বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

রাজধানীর পুরানা পল্টনের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৫ ১৩:০২

শেয়ার

রাজধানীর পুরানা পল্টনের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউজের ৪ তলা ভবনের ২ তলায় একটি ‘ল’ চেম্বারে সকাল ৯টা ১৭ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল ৯টা ১৭ মিনিটের দিকে মানিকগঞ্জ হাউজের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাতের খবর আসে। ওই খবরে ঘটনাস্থলে একে একে মোট ৫টি ইউনিট পাঠানো হয়। ভবনটির দোতলায় একটি ‘ল’ চেম্বার রয়েছে। সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।’

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলেও জানান তালহা বিন জসীম।



banner close
banner close