বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

শহীদ ও আহতদের পরিবারের জন্য ৬৩৮ কোটি টাকা বরাদ্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৫ ১৯:৩৭

শেয়ার

শহীদ ও আহতদের পরিবারের জন্য ৬৩৮ কোটি টাকা বরাদ্দ
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চিত্র। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

নাহিদ ইসলাম জানান, বরাদ্দকৃত অর্থের মধ্যে শহীদ পরিবারের জন্য ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হবে, এবং আহতদের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এক লাখ থেকে পাঁচ লাখ টাকা দেয়া হবে।

এই বরাদ্দ থেকে ২৩২ কোটি ৬০ লাখ টাকা চলতি অর্থবছরের বাজেট থেকে খরচ করা হবে, আর বাকি টাকা আগামী জুলাই-২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে বরাদ্দ করা হবে।

তিনি আরও জানান, শহীদদের পরিবারকে জানুয়ারিতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং জুলাইয়ে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হবে। পাশাপাশি, আহতদের নগদ অর্থের সঙ্গে চিকিৎসার ব্যয়ও পর্যায়ক্রমে মেটানো হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরকে এই প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।



banner close
banner close