বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

আগামী নির্বাচনে দায়িত্ব পালনে ভিন্নরুপে প্রস্তুত হচ্ছে আনসার ভিডিপি: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৫ ১৪:১৫

শেয়ার

আগামী নির্বাচনে দায়িত্ব পালনে ভিন্নরুপে প্রস্তুত হচ্ছে আনসার ভিডিপি: মহাপরিচালক
ছবি: সংগৃহীত

আনসার ভিডিপি আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ভিন্নরুপে প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মুনসুর। তিনি বলেন, ‘দেশে ৬০ লাখ ভিডিপি সদস্য রয়েছেন। তাদের ডাটাবেজের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সংসদ নির্বাচনে এসব আনসারদের কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।’

রোববার সকালে গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম মহাসমাবেশ প্রস্তুতির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

আনসার ভিডিপি মহাপরিচালক বলেন, ‘গত ১৫ বছরে আনসার ভিডিপি সদস্যেদের ভিন্ন কাজে লাগিয়েছিল সরকার। এখন থেকে নতুনভাবে সদস্যদের কাজে লাগানো হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভিডিপি সদস্যরা আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। দরিদ্র জনগোষ্ঠীকে উন্নত জীবন-যাপনে সহায়তা করবেন ভিডিভি সদস্যরা।’

মহাপরিচালক বলেন, ‘ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা বাংলাদেশকে নতুন রূপে পেয়েছি। তাই প্রতিটি নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। এ কারণেই ভিডিবি সদস্যরা দেশের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়াবে। যেসব স্থানে ভিডিপি ক্লাব রয়েছে সেগুলোকেও নতুন আঙ্গিকে সাজানো হবে।’

ভিডিপি সদস্যরা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানিয়েছেন আনসার ভিডিপির মহাপরিচালক।



banner close
banner close