রাজধানীসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠান্ডা বাতাস। বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। হিমেল হাওয়ায় কাঁপছে দেশ, দেখা নেই সূর্যের।
শুক্রবার মধ্যরাত থেকেই রাজধানী ঢেকে গেছে ঘন কুয়াশায়। আর কুয়াশার প্রভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। সকাল থেকেই দেখা নেই সূর্যের।
দুদিন ধরে অভিমানী সূর্যের মুখ লুকিয়ে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। সবমিলিয়ে বিপর্যস্ত জনজীবন।
ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে মানুষের আনাগোনা তুলনামূলক কম। তবে যারাই বের হচ্ছেন বৃষ্টির মত কুয়াশা আর কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়ছেন। একাধিক গরম পোশাক গায়ে জড়িয়েও যেনো শীতের সঙ্গে পেরে উঠছেন না।
বরাবরের মতোই শীতে সবচেয়ে নাজুক অবস্থায় খেটেখাওয়া আর ছিন্নমূল মানুষ। এক টুকরো গরম কাপড় আর সূর্যের মান ভাঙার দিকে তাকিয়ে আছেন তারা।
বিদ্যমান আবহাওয়া আরও কিছুদিন অপরিবর্তিত থাকবে জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। যদিও ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও তীব্র শীত অনুভূত হতে পারে।
এতে আরও বলা হয়, এ সময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আরও পড়ুন:








