বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের আন্দোলন; সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫ ২০:৫৪

শেয়ার

শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের আন্দোলন; সড়ক অবরোধ
শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা।

হঠাৎ সড়কে নামার কারণ হিসেবে হাসপাতালে উন্নত চিকিৎসা না পাওয়ার কারণকে উল্লেখ করেন গণঅভ্যুত্থানে আহতরা।

আন্দোলনে থাকা আহতদের একজন বলেন, আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে না।

এদিকে তাদের আন্দোলনের ফলে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে পৌঁছেছেন।



banner close
banner close