থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি পোড়ানো, বাজি, পটকা ফোটানো বা ফানুস ওড়ানো একটা ফ্যাশন হয়ে গেছে।
এসব উল্লাসে আর্থিক ক্ষতির পাশাপাশি জীবনের জন্যও অনেক হুমকি। প্রতিবছরই আতশবাজি পোড়ানোর সময় আগুন লেগে অনেক বিপদ ঘটে। গত বছর রাজধানীর বিভিন্ন স্থানে ফানুস থেকে আগুন লাগে। এছাড়া পটকা ও বাজির শব্দেও মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকে হূদরোগেও আক্রান্ত হয়। অসুস্থ্য, বয়স্ক ও শিশুদের জন্য এই ধরণের আয়োজন খুবই বিপদজনক।
এই আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, ‘যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ংকর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়। তবুও তুমি বুঝবে না?’
এই ধরণের উৎসব মুসলমানদের নয় উল্লেখ করে তিনি স্মরণ করিয়ে দেন,রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।
আরও পড়ুন:








