বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

সংস্কার শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে: ধর্ম উপদেষ্টা

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪ ১৬:২১

শেয়ার

সংস্কার শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে: ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সংস্কার শেষ হলে আমরা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। এই মুহুর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন ঐক্য, আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ থাকা। বাংলাদেশে সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম পালনের অধিকার রয়েছে। যারা এ অধিকার ক্ষুন্ন করতে চায় তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের।’

তিনি বলেন, ‘আমার মন্ত্রনালয়কে দুর্নীতি মুক্ত করার জন্য অনেক পদ্যক্ষেপ নিয়েছি। ইসলামী ফাউন্ডেশন ছিল দূর্নীতির আখড়া, আমরা তা ঢেলে সাজিয়েছি।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র উপহার দিতে চাই। আগামী দিনে যারা আসবে তাদের জন্য পদ শুভ করতে চাই। সরকারী খরচে আমরা কোনো অতিথিকে বিনা পয়সায় হজ্ব করাবো না। একমাত্র হজ্ব ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত তারাই হজ্বে যাবেন। কোনো এজেন্সি যদি কোনো হাজির সাথে প্রতারনা করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।’

উপদেষ্টা বলেন, ‘আমরা হজ্ব ব্যবস্থাপনাকে সুন্দর করতে চাচ্ছি। একটি সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন, খতিবগণ যথাযথ ভূমিকা পালন করেন, তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। তাই তাদের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে। ইমামদের দুটি উৎসব বোনাস প্রদানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া মসজিদের জন্যও নীতিমালা করা হচ্ছে।’

মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যলয়ের মিলনায়তনে আয়োজিত ইমাম প্রশিক্ষণ একাডেমি কেন্দ্রে প্রশিক্ষণরত ইমাম, মুয়াজ্জিনদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।



banner close
banner close