বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪ ১৪:০৮

শেয়ার

গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর: সিইসি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’

মঙ্গলবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা তার বক্তব্য জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা উনার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। এখন আমাদের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিতে কাজ করছি।’

সংস্কার কমিশনের রিপোর্টের ওপর জাতীয় নির্বাচনের প্রস্তুতি নির্ভর করছে বলেও জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, মেজর মো. মামুনুর রশিদ, আঞ্চলিক নির্বাচন কমিল্লা অঞ্চলের কর্মরত জেলা এবং উপজেলার নির্বাচন কর্মকর্তাগণ।



banner close
banner close