বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৪ ১৩:৪৭

শেয়ার

জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেলজয়ী জিমি কার্টারকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মঙ্গলবার সকালে ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন।

শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে জর্জিয়ার প্লেইনস শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্জ দ্যা অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন

এ সময় প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির জন্য বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন।’

অধ্যাপক ইউনূস ১৯৮৫ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে বাংলাদেশে তার কাজের গভীর প্রশংসা করেন।



banner close
banner close