ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। গত ২৬ ডিসেম্বর ড. মনমোহন সিংয়ের মৃত্যুর পর ভারতীয় হাইকমিশনে এই বই খোলা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
প্রধান উপদেষ্টা হাইকমিশনারের সঙ্গে কথা বলেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে তার স্মৃতির কথা স্মরণ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘ভারতকে বৈশ্বিকভাবে অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করতে মনমোহন সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।’
সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে ভারত।
গত বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর। মনমোহন সিং বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন তিনি।
আরও পড়ুন:








