শেখ হাসিনা নিজেকে ফেরাউনের মতো ভেবেছিলো। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। পাপ করলে পাপের শাস্তি ভোগ করতে হবে।
সোমবার নগরভবনে ঢাকা বিভাগে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব কথা জানান জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি বলেন, শহীদদের রক্ত এখনও জীবিত, তাদের পরিবারের কেউ আর্থিক সহায়তা চায় না, শুধু বিচার চায়। এখন পর্যন্ত ৯টি ধাপে ৮ বিভাগে আর্থিক সহায়তার চেক দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন।
এ সময় পুলিশকে নিজেদের কাজে দায়িত্বশিলতা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। আর এটি না পারলে তাহলে আপনাদের মরে যাওয়া ভালো বলেও মন্তব্য করেন সারজিস।
শহীদ পরিবারদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যতটুকু পারছে সহায়তা করছে। লিস্ট গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। মোট ৭৬০ জনকে সহায়তা করা হয়েছে। বাকিদের আবার লিস্ট করে করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, খুনি হাসিনা ও পুলিশের অপরাধী সদস্যদের বিচার করতে হবে। এখনও অনেক শহীদ পরিবারের সদস্য হুমকির মুখে রয়েছে বলেও জানান এই উপদেষ্টা।
আরও পড়ুন:








