বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

হাসিনাকে দেশে আনার মানে হলো আরেকটি তামাশা: শফিক রেহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪ ১৮:৫৭

শেয়ার

হাসিনাকে দেশে আনার মানে হলো আরেকটি তামাশা: শফিক রেহমান
সাংবাদিক শফিক রেহমান। ছবি: সংগৃহীত

হাসিনাকে দেশে আনা মানে আরেকটি প্রহসন, আরেকটি তামাশা বলে মন্তব্য করেন সাংবাদিক শফিক রেহমান।

রোববার জাতীয় প্রেসক্লাবে ‘বিডিয়ার হত্যাকাণ্ড: বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সার্বভৌমত্ব আন্দোলন। সেখানে তিনি এইসব কথা বলেন।

শফিক রেহমান বলেন, এক বছর নয়, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরলেই নানা অপকর্মে লিপ্ত হবে, কারণ সে খুনি। দেশে এসে পকেটে গ্লিসারিন ও লেবুর পানি নিয়ে আসবেন। কান্নাকাটি করবেন। তাই তাকে দেশে আনা মানে আরেকটি প্রহসন আরেকটি তামাশা। আমরা জানি সে খুন করেছে।

তাই দেরি না করে এখনই এইসব হত্যার রায় দেয়ারও দাবি জানান এই প্রবীণ সাংবাদিক।

তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচারের কাজ শেষ হওয়া উচিত। এসময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না এনে বিচারকার্য করারও দাবি জানান তিনি।

১৫ আগস্ট, বিডিয়ার হত্যাকাণ্ড, জুলাই গণহত্যা তিন ঘটনার সাথে সম্পৃক্ত শেখ হাসিনা। এসব ঘটনায় হাসিনার ফাঁসি দেয়ার দাবি করেছেন শফিক রেহমান।



banner close
banner close