বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৯:১৮

শেয়ার

সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

সরকারের প্রশাসনিক সদর দফতর সচিবালয়ের যেই সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে বসতেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগুনের ঘটনায় তিনি গভীর উগ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ‘সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেয়া হবে না।’

নীলফামারিতে সরকারী সফরে থাকা উপদেষ্টা আসিফ ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আশঙ্কার কথা জানিয়ে বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পোস্টে তিনি বলেন, বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।’



banner close
banner close