বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্সকে সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়: রফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:১৫

শেয়ার

পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্কফোর্সকে সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়: রফিকুল আলম
ফাইল ছবি

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে আসতে টাস্কফোর্সকে সব ধরনের সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

রফিকুল আলম বলেন, ‘দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সরকারের সংশ্লিষ্ট অন্য দফতর অপরাধ বিষয়ে পারস্পরিক আইনগত সহায়তা চেয়ে যত ধরনের অনুরোধ আমাদের কাছে পাঠায় সেগুলো অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন-২০১২ অনুযায়ী আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়।’

মুখপাত্র বলেন, ‘তারপর জননিরাপত্তা বিভাগ সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে সেই অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সরকারের নিকট কূটনৈতিক প্রক্রিয়ায় পাঠানো হয়। এই ধরনের অনুরোধের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরানোর জন্য সংশ্লিষ্ট দেশের আইনগত সহায়তা প্রাপ্তির কেসের সংখ্যাই বেশি।”

এই বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশের জন্য নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশন সব ধরনের সহায়তা দিয়ে আসছে বলেও জানিয়েছেন রফিকুল আলম।



banner close
banner close