বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক: ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৬

আপডেট: ২২ ডিসেম্বর, ২০২৪ ১১:৫০

শেয়ার

পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক: ডিবি প্রধান
ছবি: সংগৃহীত

পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। আমরা কাজের মাধ্যমে জনবান্ধব পুলিশ হতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

শনিবার রাজধানীর চকবাজারে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চকবাজার মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান বলেন, ‘পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক। আমরা কাজের মাধ্যমে জনবান্ধব পুলিশ হতে চাই। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে।’

তিনি বলেন, ‘পুলিশ ও জনগণ কেউই আইনের উর্ধ্বে নয়। অন্যায় যেই করুক না কেনো তাকেই আইনের আওতায় আনা হবে। পুলিশ আইনের রক্ষক হিসেবে কাজ করবে। ব্যবসায়ী ও নাগরিক সমাজ যাতে নিরাপদে বসবাস করতে পারে তার জন্য কাজ করে যাবে পুলিশ।’

ডিবি প্রধান আরও বলেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আমরা আবার নতুন করে গড়তে চাই। এই বাংলাদেশকে আপনাদের সহযোগিতায় সুখি ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করতে চাই।’



banner close
banner close