বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩২

আপডেট: ২২ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩২

শেয়ার

রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

রাষ্ট্রের সংস্কার কাজগুলো আগামী মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার রাতে কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘১৬-১৭ বছরের যে জঞ্জাল জমে গেছে তা কয়েক মাসের মধ্যে সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে।’

কোনো দলের কাছে এই দেশকে ইজারা দেয়া হয়নি বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা।

যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনো দারিদ্র থাকবে না জানিয়ে তিনি বলেন, ‘দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয়না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এই যাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছালে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না।’



banner close
banner close