বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

বাংলাদেশে গুমে ভারতের সম্পৃক্ততা রয়েছে: তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৪ ২২:৫২

শেয়ার

বাংলাদেশে গুমে ভারতের সম্পৃক্ততা রয়েছে: তদন্ত কমিশন
প্রতীকী ছবি

তদন্ত কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পাওয়া গেছে। সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন রাজধানীর যমুনা অতিথি ভবনে প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুই দেশের সরকার ও নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয়ের মাধ্যমে এসব ঘটনা ঘটেছে। কমিশন জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ইঙ্গিতে ধারণা করা হচ্ছে, কিছু বন্দি এখনো ভারতের কারাগারে থাকতে পারে।

দুইটি আলোচিত ঘটনা—সালাহউদ্দিন আহমেদ ও সুখরঞ্জন বালির গুম ও বন্দি বিনিময়ের কার্যক্রমের উদাহরণ তুলে ধরা হয়েছে। বিএনপি নেতা সালাহউদ্দিন অভিযোগ করেন, তাকে একটি টিএফআই চিহ্নিত সেলে রাখা হয়েছিল এবং পরে ভারতীয় সীমান্তে হস্তান্তর করা হয়। অপরদিকে, সুখরঞ্জন বালি বাংলাদেশ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে বন্দী ছিলেন।

প্রতিবেদনে টিএফআই কেন্দ্রের কার্যক্রমের কথা উল্লেখ করে বলা হয়, র‌্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এই কেন্দ্রটি পরিচালিত হতো। কমিশন পরিদর্শন করে নিশ্চিত করে যে, কেন্দ্রে নির্যাতন কক্ষ ছিল। তবে কেন্দ্রের অভ্যন্তরীণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

কমিশন ভারতীয় ভূখণ্ডে বন্দি হস্তান্তরের আনুষ্ঠানিকতার বিষয়টি নিশ্চিত করে জানায়, বিএসএফের উপস্থিতিতে দুই পক্ষের বন্দি বিনিময় হয়েছে। এমনকি এক ঘটনায় দুই বন্দিকে হত্যার কথাও উঠে আসে প্রতিবেদনে।

তদন্ত কমিশন আরও বিস্তারিত বিশ্লেষণ দাবি করে বলেছে, গুমের ঘটনায় দুই দেশের সমন্বয়ের প্রকৃতি ও ভারতীয় কর্তৃপক্ষের ভূমিকা আরও পরিষ্কারভাবে বোঝা প্রয়োজন।



banner close
banner close