বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

উত্তরার লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪ ১৫:১৫

শেয়ার

উত্তরার লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় শুক্রবার দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ‘আগুন লাগার খবর পেয়ে ১০টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে পরে জানানো যাবে বলে জানান এই কর্মকর্তা।



banner close
banner close