বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

উত্তরায় রেস্তোরাঁতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৪ ১২:২৩

আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৪ ১৫:১১

শেয়ার

উত্তরায় রেস্তোরাঁতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। ফায়ার ফাইটার শিহাব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।



banner close
banner close