
নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত দিনক্ষণ নির্বাচন কমিশন ঠিক করবে।
মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে ঘুষ-দুর্নীতি বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষাখাতের গুণগত পরিবর্তন আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
তিনি জানান, ক্লাস নাইন ও টেনের পাঠ্যবই আধুনিকায়ন করা হবে। পাশাপাশি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-এর নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি কমিশন করা হবে।
এসময় শিক্ষায় বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আগের সরকার অপ্রয়োজনীয় খাতে বিনিয়োগ করলেও শিক্ষায় যথাযথ বরাদ্দ দেয়নি। শিক্ষাখাতকে বিশ্বমানের করতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: