বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১০ জিলক্বদ, ১৪৪৬

ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪ ২০:৫২

শেয়ার

ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে: উপদেষ্টা নাহিদ
ফাইল ছবি

নতুন বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করবে এবং ভারতের সাথে সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের গণমাধ্যম আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যাচার করছে। ভারতীয় মিডিয়া পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়াচ্ছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিষয়টি অযথা চাপিয়ে দিচ্ছে।

নাহিদ ইসলাম আরো বলেন, সহকারী হাইকমিশনে হামলা ও সীমান্ত হত্যার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ প্রহসন ছাড়া কিছু নয়। অতীতে নতজানু পররাষ্ট্রনীতির কারণে অনেক অসম চুক্তি হয়েছে। তবে বর্তমান সরকার এ ধরনের নীতি রাখবে না। ভারতকে নতুন বাস্তবতা মেনে নিতে হবে।

এসময় তিনি যুক্ত করেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অনিরাপত্তার জন্য আওয়ামী লীগের দমন-পীড়ন দায়ী। অথচ তারা নিজেদের সংখ্যালঘুবান্ধব হিসেবে প্রচার করেছে।

সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ এবং কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ চায় ভারতের সাথে নতুন ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠুক।

banner close
banner close