
জনকল্যাণমূলক কাজের পাশাপাশি, গতানুগতিক ধারার বাইরে একটা গ্রাউন্ডব্রেকিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ করছেন দেশবরেণ্য আলেম মাওলানা মিজানুর রহমান আজহারী। তার সেই পরিকল্পনার নাম দিয়েছে ‘প্রজেক্ট আলফা’। এবার সেই প্রজেক্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুসংবাদ দিয়েছেন তিনি।
নিচে তার দেয়া স্ট্যাটাস তুলে ধরা হলো-
আলহামদুলিল্লাহ, ‘প্রজেক্ট আলফা’ নিয়ে আপনাদের স্বতঃস্ফূর্ত রেসপন্স আমাদের উজ্জীবিত করেছে। স্বল্প সময়ে বিপুলসংখ্যক উদ্যমী মানুষ এই একাডেমিক প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে চেয়েছেন। ব্যাপারটি বেশ আশা জাগানিয়া। বিশ্বের নানা প্রান্ত থেকে দুআ ও পরামর্শের মাধ্যমে যারাই এ প্রজেক্টের সাথে কানেক্ট হয়েছেন, তাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
আপনাদের রেসপন্সগুলো অলরেডি ফিল্টারিং করা শুরু হয়েছে। পূর্বঘোষিত সময় অনুসারে গুগল ফর্ম থেকে রেসপন্স নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে জ্ঞান-ভিত্তিক সমাজ বিনির্মাণে সকল স্কিল্ড প্রফেশনাল ও দাতাদের জন্য উন্মুক্ত থাকছে আমার ই-মেইল: [email protected]
ইন শা আল্লাহ, খুব শীঘ্রই পরবর্তী আপডেট জানানো হবে।
উল্লেখ্য, ‘প্রোজেক্ট আলফা’ মূলত জনকল্যাণমূলক কাজের পাশাপাশি, গতানুগতিক ধারার বাইরে একটা গ্রাউন্ডব্রেকিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে। যেখান থেকে জাতিকে লিড দেয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্ম আত্মপ্রকাশ করবে। ইসলামি মূল্যবোধকে ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে।
আরও পড়ুন: